ইতালিতে রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন ৪০ হাজার বাংলাদেশি

ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও অ্যালেসান্দ্রো জানিয়েছেন, ইতালিতে বর্তমানে প্রায় ৪০ হাজার বাংলাদেশি নাগরিক রাজনৈতিক আশ্রয় আবেদন করেছেন। তবে দেশটি বৈধভাবে বাংলাদেশি শ্রমিক নেওয়ার ক্ষেত্রে সরকারের সহযোগিতা চাচ্ছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব তথ্য জানান রাষ্ট্রদূত।
জানা গেছে, ইতালিতে বর্তমানে বৈধভাবে ২ লাখের বেশি বাংলাদেশি বসবাস করছেন। অন্যদিকে, অবৈধভাবে রয়েছেন আরও ৭০ হাজার। বাংলাদেশি নাগরিকরা ইতালিতে পৌঁছানোর জন্য বিভিন্ন ভুয়া কাগজপত্র ও অসত্য তথ্য প্রদান করেন। এ কারণে সম্প্রতি ইতালি সরকার ৩০ হাজার বাংলাদেশির কাজের অনাপত্তি সনদ বাতিল করেছে।
এমন পরিস্থিতির মধ্যে ইতালি সরকার বাংলাদেশ থেকে বৈধ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। অবৈধভাবে যাওয়া তালিকায় বাংলাদেশিরা শীর্ষে থাকায় দেশটি উদ্বেগ প্রকাশ করেছে এবং অবৈধ প্রবেশ রোধে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে।
একজন কর্মকর্তা জানান, ইতালিতে রাজনৈতিক আশ্রয় চাওয়া ৪০ হাজার আবেদনকারীর মধ্যে ৯৮ শতাংশ আবেদন ইতালি সরকার বাতিল করেছে। মানব পাচার রোধসহ বিভিন্ন বিষয়ে ইতালি রাষ্ট্রদূত আলোচনা করেছেন। এছাড়া, অবৈধ অভিবাসন ও বৈধভাবে শ্রমিক পাঠানোর বিষয় নিয়ে কয়েক মাস আগে বাংলাদেশ ও ইতালি সরকারের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষরিত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগ) খন্দকার মো. মাহাবুবুর রহমান বলেন, “অবৈধ অভিবাসন রোধ, ইতালিতে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা এবং ভবিষ্যতে করণীয় বিষয়ে আমরা ইতালি সরকারের সঙ্গে আলোচনা করেছি। এ উদ্দেশ্যে একটি আইন প্রণয়নের বিষয়ও আলোচিত হয়েছে।”
উল্লেখ্য, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ানতেদোসি গত মে মাসে ঢাকা সফরকালে বাংলাদেশিদের অবৈধভাবে যাওয়ার বিষয় এবং অন্যান্য সম্পর্কিত ইস্যু নিয়ে আলোচনা করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫