বিদ্যুৎ বিলের বিশাল ভুল: সংশোধন ও শাস্তিমূলক ব্যবস্থা
ঢাকা প্রেস
নাটোর প্রতিনিধি:-
নাটোরে এক চালকলের বিদ্যুৎ বিল ১ কোটি ৫২ লাখ টাকা দেখিয়ে হইচই ফেলে দিয়েছিল। পরবর্তীতে তা সংশোধন করে সাড়ে ১৬ হাজার টাকা করা হয়েছে।
নাটোর সদর উপজেলার একটি চালকলের গত মাসের বিদ্যুৎ বিল দেখে মালিক হতভম্ব হয়ে পড়েন। বিলে ১ কোটি ৫২ লাখ টাকার বেশি দেখানো হয়েছিল, যেখানে সাধারণত মাসে ১৫ হাজার টাকার মতো বিল আসে। বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগাযোগ করলে তদন্ত শুরু হয়।
পরে দেখা যায়, বিলিং সহকারীর টাইপিং ভুলের কারণে এমন বিশাল ভুল হয়েছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে এবং ভুলের জন্য দায়ী বিলিং সহকারীকে শোকজ করা হয়েছে। বুধবার বিকেলে সংশোধিত বিল গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫