|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ এপ্রিল ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ

জাটকা বিক্রির অপরাধে শিবচরে ২ ব্যবসায়ীর জরিমানা


জাটকা বিক্রির অপরাধে শিবচরে ২ ব্যবসায়ীর জরিমানা


মাদারীপুরের শিবচরে জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ কেজি জাটকা জব্দ করা হয়।

উপজেলার শেখপুর হাটে বুধবার (১৩ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম।


তিনি বলেন, জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং জব্দ করা ৩০ কেজি জাটকা স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।

অভিযান চলাকালে কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শহিদুল ইসলামসহ নৌ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।


সংশ্লিষ্টরা জানান, বুধবার উপজেলার শেখপুর হাটে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানকালে জাটকা বিক্রির সময় সাইদ সিপাই ও মিন্টু সিপাইকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৩০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষার জন্য দুই মাস মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এরই অংশ হিসেবে নদ-নদী ও হাটবাজারে অভিযান চালাচ্ছে পুলিশ, ভ্রাম্যমাণ আদালত ও মৎস বিভাগ।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫