এসএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

ঢাকা প্রেস নিউজ ডেস্ক:-
আগামী ১০ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরীক্ষাকেন্দ্রের আশপাশের পরিবেশ শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জীত আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় অবস্থিত এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্রগুলোতে আগামী ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারার আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষার দিনগুলোতে প্রতিটি কেন্দ্রের চারপাশের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণরূপে সীমিত থাকবে।
এই নিষেধাজ্ঞা পরীক্ষা চলাকালীন প্রতিদিন পরীক্ষার সময় পর্যন্ত কার্যকর থাকবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫