চট্টগ্রাম প্রেসক্লাবে আপত্তিকর ব্যানার: সিইউজের তীব্র নিন্দা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভর নাম ও ছবি ব্যবহার করে আপত্তিকর ব্যানার টাঙানোয় তীব্র ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। একই সঙ্গে দায়ীদের চিহ্নিত করে দ্রুত ব্যানার অপসারণ ও তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সিইউজে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে সিইউজের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে বলা হয়, “চট্টগ্রামের সাংবাদিকদের সমস্যার সমাধানে মূল বিষয় থেকে দৃষ্টি সরাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রেসক্লাব ভবনে সাংবাদিক নেতাদের নাম ও ছবি ব্যবহার করে ব্যানার টাঙানো হয়েছে। এটি অশালীন, অমানবিক ও ন্যায়বিচারের পরিপন্থী।”
সম্প্রতি চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে সিইউজে একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনের কার্যালয়ের তালা খুলে স্বাভাবিক কার্যক্রম নিশ্চিতের দাবি জানায়। জেলা প্রশাসক সদয়ভাবে স্মারকলিপি গ্রহণ করে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এরপর থেকেই একটি মহল সিইউজে নেতাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, স্মারকলিপি প্রদানের পরপরই সিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি সংবলিত এবং পরে শুধু সভাপতির ছবি ও নাম উল্লেখ করে দুটি ব্যানার প্রেসক্লাব ভবনে টাঙানো হয়। এই ঘটনা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে এবং সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করার ষড়যন্ত্রের অংশ বলে মনে করছে সিইউজে।
নেতৃবৃন্দ বলেন, “প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের ছবি ও নাম ব্যবহার করে এমন ব্যানার টাঙানো স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের প্রতি হুমকি। সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় প্রশাসন ও রাজনীতিকদের আরও সচেতন ভূমিকা নেওয়া উচিত।”
তারা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে এবং সাংবাদিকদের নির্বাচিত প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করবে।
যুক্ত বিবৃতিদাতারা হলেন:
সিনিয়র সহ-সভাপতি স.ম ইব্রাহিম, সহ-সভাপতি সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫