|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৪৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ

জয়পুরে পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৫


জয়পুরে পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৫


ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-

 

ভারতের জয়পুরে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে একটি সিএনজি ট্যাঙ্কারের সঙ্গে আরেকটি ট্রাকের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পেট্রোল পাম্পের বাইরে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি ট্যাঙ্কারে আরেকটি ট্রাক হঠাৎ ধাক্কা দিলে আগুন ধরে যায়, যা দ্রুত পেট্রোল পাম্প এবং আশপাশে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 

স্থানীয় কর্মকর্তারা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আশেপাশের আরও কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পেট্রোল পাম্পে দাউ দাউ করে আগুন জ্বলছে, কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে যা দূর থেকেও দৃশ্যমান।
 

প্রাথমিকভাবে জানা গেছে, কেমিক্যাল ভর্তি ট্রাকটির ধাক্কায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, তবে ঠিক কতগুলো গাড়িতে আগুন ছড়িয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
 

ভাংক্রোটার স্টেশন হাউস অফিসার (এসএইচও) মনিশ গুপ্ত জানান, বেশ কয়েকটি ট্রাক পুড়ে গেছে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ইতোমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন আহতদের দেখতে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫