তারেক রহমান পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস পেলেন

ঢাকা প্রেস,পিরোজপুর প্রতিনিধি:-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে করা একটি মামলায় খালাস পেয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর), পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন এ রায় প্রদান করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন দণ্ডবিধির ১২৩(ক) ধারায় তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি দেশের সার্বভৌমত্ব বিনষ্টের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ, নিন্দামূলক এবং উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।
বুধবার আদালতে মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল, তবে বিচারক তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় তাকে খালাস দেন এবং মামলাটি খারিজ করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মামনুন আহসান।
বিএনপির জেলা আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, "আওয়ামী লীগ দেশনেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় জড়িয়ে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু ছাত্র-জনতার বিপ্লবের পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় আজ তারেক রহমান মিথ্যা মামলায় সম্পূর্ণ খালাস পেয়েছেন এবং মামলাটি খারিজ হয়েছে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫