২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু

ঢাকা প্রেস নিউজ
আগামী ২০ জানুয়ারি থেকে নির্বাচন কমিশন (ইসি) বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করবে। সোমবার (৩০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।
আলী নেওয়াজ বলেন, "আমরা আশা করছি ২০২৫ সালের জানুয়ারির দ্বিতীয়ার্ধে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করতে পারব। এর জন্য প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট প্রশিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন হবে। এই প্রশিক্ষণ গ্রহণকারীরা মাঠপর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহকারী জনবলের প্রশিক্ষণ দেবেন।"
খসড়া তালিকা প্রকাশ
আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আলী নেওয়াজ। তিনি বলেন, "খসড়া তালিকা সবার জন্য উন্মুক্ত থাকবে। জনগণ তালিকা পর্যালোচনা করতে পারবেন এবং যদি কেউ বাদ পড়েন, তাহলে তাদের দাবি-আপত্তি নিষ্পত্তির ব্যবস্থা থাকবে। এ প্রক্রিয়া শেষে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।"
তিনি আরও জানান, "এটি নিয়মিত হালনাগাদের অংশ হিসেবে চব্বিশ সালের হালনাগাদ ও পঁচিশ সালের ভোটার তালিকা হিসেবে গণ্য করা হবে।"
ভবিষ্যৎ ভোটারদের অন্তর্ভুক্তি
আলী নেওয়াজ আরও বলেন, "এবার আমরা শুধু ২০২৫ সালের তথ্যই নয়, ২০২৬ সালের জন্যও তথ্য সংগ্রহ করব। যারা ২০২৬ সালের ১ জানুয়ারিতে ১৮ বছর পূর্ণ করবেন, তাদের তথ্যও এবার সংগ্রহ করা হবে। তবে তারা ২০২৫ সালের কোনো নির্বাচনে ভোট দিতে পারবেন না, তাদের নাম ২০২৬ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।"
অতীতের হালনাগাদ কার্যক্রম
উল্লেখ্য, সর্বশেষ ২০২২ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছিল। তখন ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের তথ্য একত্রে নেওয়া হয়। ইতোমধ্যে ২০২৩ ও ২০২৪ সালের ১৮ বছর পূর্ণ হওয়া ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫