|
প্রিন্টের সময়কালঃ ২৪ নভেম্বর ২০২৫ ০৫:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ নভেম্বর ২০২৫ ০২:৪৭ অপরাহ্ণ

রামপুরা হত্যাকাণ্ড: মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন শুনানি ৪ ডিসেম্বর


রামপুরা হত্যাকাণ্ড: মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন শুনানি ৪ ডিসেম্বর


২০১৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা করার ঘটনায় চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা চলমান। এর মধ্যে গ্রেফতার হওয়া বিজিবির সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুনসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হবে আগামী ৪ ডিসেম্বর
 

আজ (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাজির করা হয় রেদোয়ানুল ইসলাম ও রাফাতকে। বিচারপতি মো: শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল ওই দিন শুনানির জন্য ধার্য করেন।
 

সাথে, পলাতক থাকা দুই আসামির জন্য একজন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন। পলাতক আসামিরা হলেন:

  • ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম

  • রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান
     

আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো: মিজানুল ইসলাম। এসময় অন্যান্য প্রসিকিউটর ও আসামি পক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
 

সকালে ঢাকা সেনানিবাসে স্থাপিত সাময়িক কারাগার থেকে বিশেষ প্রিজন ভ্যানে আসামি দুই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনালের নিরাপত্তা কড়া রাখা হয়, এবং প্রাঙ্গণে বিপুল সংখ্যক সেনা, পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যদের উপস্থিতি দেখা যায়।
 

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়। সেই সময় রামপুরায় নিহত হন ২৮ জন, আহত হন আরও অনেকে। ঘটনার সময় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম আন্দোলনকারীদের দিকে সরাসরি গুলি ছোড়ার দৃশ্যে যুক্ত ছিলেন। মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
 

সূত্র: বাসস


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫