সীতাকুণ্ডে ৩৫ কোরআনের হাফেজকে পাগড়ি ও সম্মাননা প্রদান
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:

সীতাকুণ্ডে মাহমুদুল হক ইসলামীয়া দাখিল মাদ্রাসা ও অঙ্গ প্রতিষ্ঠান হাসিনা আক্তার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগ শুক্রবার (২৩ জানুয়ারি) ৩৫ জন কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করেছে। এ উপলক্ষে মাদ্রাসার প্রাঙ্গণে দোয়া মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে এক অভিভাবক রিনা আক্তার বলেন, “জন্মের আগেই আমি ঠিক করেছিলাম, আমার ছেলে কোরআনের হাফেজ হবে। যদিও হেফজখানায় দেওয়ার সময় সে বারবার বলেছিল সেখানে থাকতে পারবে না। আল্লাহর কাছে প্রতিনিয়ত ফরিয়াদ করতাম যেন আমার ছেলে একজন হাফেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। আজ সে স্বপ্ন পূরণ হয়েছে, আমার ছেলের মাথায় পাগড়ি পরিয়ে আমি মহান আল্লাহর অশেষ নেয়ামত অনুভব করছি। একজন সন্তানকে হাফেজ হিসাবে গড়ে তোলার জন্য মা-বাবার মনোবল ও ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আলী হুসাইন, যিনি বলেন, “একজন কোরআনের হাফেজ পুরো পরিবারের জন্য আল্লাহর রহমত ও বরকতের দরজা খুলে দেন। হাফেজ কোরআনের বাণী সংরক্ষণকারী। তাই কোরআনের হাফেজ যেমন মর্যাদাবান, তেমনি তার মা-বাবাও অনন্য মর্যাদা পান। পাগড়ি প্রাপ্ত হাফেজরা দেশে ও বিদেশে বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পরিবারের এবং প্রতিষ্ঠানের সম্মান বৃদ্ধি করবে।”
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি পলিটেকনিক্যাল জামে মসজিদের খতিব মাওলানা বোরহান উদ্দিন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মাহমুদুল হক দাখিল মাদ্রাসা ও হাসিনা আক্তার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি জয়নাল আবেদীন। এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা ইব্রাহিম খলিল মাসুদ, হাফেজ মো: তাহের, মোহাম্মদ আশরাফ উদ্দিন।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে শুধু হাফেজ শাফায়াত নয়, মোট ৩৫ জন হাফেজকে সম্মাননা ও পাগড়ি প্রদান করা হয়েছে। অভিভাবকরা তাদের সন্তানদের এই কৃতিত্বে উচ্ছ্বসিত হয়ে দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬