ভোলায় ‘ডেভিল হান্ট’ অভিযানে আটক ১৪ আওয়ামী লীগ নেতাকর্মী

বিশেষ প্রতিনিধি (ভোলা):-
ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগের ১৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। রোববার (গতকাল) মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত সদর উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল হকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার রাত ১১টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি বেইস, ভোলা সদর উপজেলায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. রফিকুল ইসলাম, মো. সুজন মাতাব্বর, ফেরদৌস আহমেদ, রুহুল আমিন মোল্লা, ইসমাইল মোল্লা, এটিএম সিরাজুল আলম, আব্বাস কারী, মো. ফরিদ দালাল, জামাল উদ্দিন, মো. সামসুদ্দিন পালোয়ান, মো. ফরিদ শনি, মফিজুল ইসলাম, মো. মানিক মেম্বার ও আবদুর রউফ।
আটকদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫