|
প্রিন্টের সময়কালঃ ০৬ ডিসেম্বর ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ ডিসেম্বর ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ

হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাপায় দুই বছরের ফাইজা নিহত


হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাপায় দুই বছরের ফাইজা নিহত


আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ

 

কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়ির ধাক্কায় মাত্র দুই বছরের শিশু ফাইজা আক্তার মর্মান্তিকভাবে নিহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে মা–এর সঙ্গে উপজেলা চত্বরে আসে ছোট্ট ফাইজা। ঠিক সেই সময় দ্রুতগতিতে প্রবেশ করা এসিল্যান্ডের সরকারি গাড়িটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, “গাড়িটা খুব দ্রুতগতিতে আসছিল। চোখের পলকেই আমার কলিজার টুকরাটাকে কেড়ে নিল।”
 

দুর্ঘটনার পর চালক তাইবুর হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
 

নিহত ফাইজার বাবা ফাইজুল হক স্থানীয়ভাবে এস-কেএফ ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার পুটিয়া গ্রামে। হঠাৎ সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। পরিবার তাদের একমাত্র সান্ত্বনা—দোষী চালকের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।
 

দুর্ঘটনার খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের এবং নবনিযুক্ত ইউএনও শহিদুল ইসলাম দ্রুত হোমনা সরকারি হাসপাতালে ছুটে যান। শোকাহত বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে এসিল্যান্ড নিজেও কান্নায় ভেঙে পড়েন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫