|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জুন ২০২৩ ০৬:৫১ অপরাহ্ণ

কার সমর্থনে ঢাকা-১৭ আসনে স্বেচ্ছাসেবক লীগের সমন্বয় সভা


কার সমর্থনে ঢাকা-১৭ আসনে স্বেচ্ছাসেবক লীগের সমন্বয় সভা


সন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাতের নৌকা মার্কার সমর্থনে সমন্বয় সভা করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। 

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ শনিবার বিকাল ৫টায় রাজধানীর বনানীতে নৌকা মার্কার প্রধান কার্যালয়ে নির্বাচনী এই সভা শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়।


সভায় বক্তব্য দেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক।


এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রশিক্ষণ ও কর্মশালাবিষয়ক সম্পাদক সুমন জাহিদ, সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।

আরও উপস্থিত ছিলেন ঢাকা ১৭ আসনের অন্তর্গত গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট,ভাষানটেক থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক এবং ১৫-১৮,১৯, ২০ নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, ক্যান্টনমেন্ট ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫