কবিতা: ছায়া ও ঝর্ণার নাম
ঢাকা প্রেস
কবি: মাহমুদ আল মামুন
কবিতা: ছায়া ও ঝর্ণার নাম........
নক্ষত্রের কাছে নাম জেনে একদিন তার কাছে যাবো
যে মেয়েটি সহযাত্রী হয়ে বসেছিল মুখোমুখি
বারবার দৃষ্টিতে উত্তাপ এসে
মনের কপাটে লিখেছিলো একখানি নতুন পৃথিবীর ঠিকানা
তার হাজারো কাব্যময় মুখ দেখে
খুব সহজেই উচ্চারিত হয়েছিল
ছায়া ও ঝর্ণার নাম
একখন্ড জীবনের নাম
একটি নদীর নাম
কোন এক মোরগ ভোরের আলোর কাছে
অথবা তার গানের পাখির কাছে
হৃদকষ্টগুলো জমা রেখে
স্বাতী তারার কাছে ঠিকানা নিয়ে
আমি সেই সোনার মেয়েটির কাছে যাবো।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫