ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক নকশাবহির্ভূত রেস্টুরেন্ট এবং রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ঘোষণা করেছে যে, নকশাবহির্ভূত সব রেস্টুরেন্ট এবং রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।
এ বিষয়ে সোমবার (২৮ এপ্রিল) ডিএসসিসি এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবনে, যেখানে রাজউক কর্তৃক অনুমোদিত নকশায় রেস্টুরেন্ট নেই, সেখানেও বিধি বহির্ভূতভাবে রেস্টুরেন্ট চালানো হচ্ছে। এর পাশাপাশি, অবৈধভাবে ভবনের ছাদে রুফটপ রেস্টুরেন্টও পরিচালিত হচ্ছে, যা জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ।
এই ধরনের বিধি বহির্ভূত কার্যক্রমের কারণে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় সম্পদ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। অনেক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান অনৈতিকভাবে ডিএসসিসি’র ট্রেড লাইসেন্স গ্রহণ করেছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই পরিস্থিতি থেকে সম্পদ ও জানমালের ক্ষতির ঝুঁকি এড়াতে, বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে সব নকশাবহির্ভূত রেস্টুরেন্ট এবং ভবনের ছাদে স্থাপিত রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে।
এছাড়া, বাতিল করা লাইসেন্সের মাধ্যমে কোনো ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
এ দিন, প্রধান উপদেষ্টা হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫