‘কোটা না মেধা’ স্লোগানে মুখর শহীদ মিনার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ জানুয়ারি ২০২৫ ০২:৫৪ অপরাহ্ণ   |   ২৯৮ বার পঠিত
‘কোটা না মেধা’ স্লোগানে মুখর শহীদ মিনার

ঢাকা প্রেস নিউজ

 

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সদ্য প্রকাশিত ফলাফল অবিলম্বে বাতিল এবং কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা।
 

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন।

 

সরেজমিনে দেখা গেছে, স্লোগানে মুখরিত কেন্দ্রীয় শহীদ মিনার। শিক্ষার্থীরা ‘অবিলম্বে ফলাফল বাতিল করো’, ‘কোটা না মেধা—মেধাই মূল’, ‘মেডিকেলের ফলাফল পুনঃপ্রকাশ করতে হবে’ ইত্যাদি স্লোগান দিয়ে তাদের দাবি তুলে ধরছেন।
 

এই কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তারা জানান, প্রয়োজনে ঢাকা মেডিকেলসহ দেশের সব মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দেবেন। তাদের বক্তব্য, “আজকের মধ্যেই ফলাফল বাতিল করতে হবে। এই আন্দোলনকে হালকাভাবে নেওয়া যাবে না।”

 

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন নিটোরের সহযোগী অধ্যাপক ডা. ইদ্রিস আলী। তিনি বলেন, “আমার ছেলে-মেয়ে ৭৩ পেয়ে চান্স পাচ্ছে না, অথচ মুক্তিযোদ্ধা কোটায় ৩৬ বা ৩৭ পেয়ে চান্স পাচ্ছে। পরিবর্তিত বাংলাদেশে এই বৈষম্য কেন থাকবে? আমরা এই ফলাফল মানি না।”

 

এর আগে, রোববার (১৯ জানুয়ারি) মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। রাত ১১টার দিকে হলপাড়া থেকে শুরু হয়ে মিছিলটি ভিসি চত্বর, টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা কোটাবিরোধী নানা স্লোগান দেন।

 

রোববার রাত ১০টায় মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বহাল রাখার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন বলেন, “আজকের প্রকাশিত ফলাফল আবারও প্রমাণ করেছে, ছাত্রজনতার সরকারও কোটার পক্ষে কাজ করছে। আমরা এই ফলাফল মানি না।”
 

তিনি আরও বলেন, “মেডিকেলে ৪১ নম্বর পেয়ে কেউ চান্স পেয়েছে, অথচ ৭৫ পেয়ে অনেকে চান্স পায়নি। আমাদের দাবি, এই কোটা প্রথা অবিলম্বে বাতিল করতে হবে এবং নতুনভাবে মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করতে হবে।”