অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য রিজভীর দুঃখ প্রকাশ

ঢাকা প্রেস নিউজ
বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো প্রসঙ্গে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এক বিবৃতিতে তিনি দুঃখ প্রকাশ করেন।
বিবৃতিতে রিজভী উল্লেখ করেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। সেখানে তিনি ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’ এমন একটি মন্তব্য করেছিলেন, যা পরে গণমাধ্যমে প্রকাশিত হয়।
রিজভী বলেন, “আজ গণমাধ্যমে প্রকাশিত ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে’ শিরোনামের সংবাদটি আমার দৃষ্টি আকর্ষণ করে। আমি ভেবেছিলাম যে বঙ্গভবনের দরবার কক্ষে রাষ্ট্রপতিদের ছবি থাকার স্থানে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে ছবিটি বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে সরানো হয়েছিল।”
বিবৃতিতে তিনি আরও বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি বাধ্যতামূলক করার আইন রয়েছে, যা ফ্যাসিবাদী আইনের প্রকৃত কার্যকারিতা তুলে ধরে না। দুঃশাসনের চিহ্ন হিসেবে এটি অফিস-আদালতে রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য আমি দুঃখিত।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫