|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ জুন ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

চাপ নিয়ে খেলার কারণে ক্রিকেটাররা পারফর্ম করতে পারছে নাঃ সুজন


চাপ নিয়ে খেলার কারণে ক্রিকেটাররা পারফর্ম করতে পারছে নাঃ সুজন


স্কিল নয়, বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ , বরং মানসিক। তবে সবকিছু পেছনে ফেলে, ছন্দে ফিরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠবে বাংলাদেশ— বিশ্বাস, সুজনের।

একে তো ছন্নছাড়া পারফরম্যান্স, অন্যদিকে টিম প্রাকটিসও পর্যাপ্ত পরিমানে হচ্ছে না। তাই গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের ছোড়া সমালোচনায় নাকাল বাংলাদেশ দল।

তবে পর্যাপ্ত অনুশীলনের অভাব নয়, খালেদ মাহমুদ সুজন মনে করেন টাইগারদের টানা ব্যর্থতার কারণ মানসিকতা। পাশাপাশি, দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন রয়েছে সাবেক এ অধিনায়কের।

বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, 'স্কিলের আমি কোন সমস্যাই দেখি না। আমি মনে করি, এটা মানসিক সমস্যা। যখন আমরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেললাম, তখন তামিম কেন খেলল না -- আমার প্রশ্ন এটাই। জিম্বাবুয়ে সিরিজে যে ব্যাটসম্যানটা ভালো রান করেছে -- সে তামিম-ই। যদি আপনি না জানেন আপনার প্রথম দল কোনটা, তাহলে এটা অবাক করারই কথা।'  

বেশ একটা লম্বা সময় ধরে রানে নেই টাইগার টপ অর্ডার। মূলত শুধু টপ অর্ডারই ব্যর্থ নয় মিডল অর্ডারেও ধারাবাহিক ভাবে পারফার্ম করতে পারছে না। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর, প্রশ্ন ওঠেছে লিটন-শান্তদের যোগ্যতা নিয়েও। বিশ্বাস আছে, দ্বিতীয় রাউন্ডে উঠবে শান্তরা।

খালেদ মাহমুদ সুজন বলেন, 'লিটন, সৌম্য ও শান্ত -- এ তিনজনই সফল। যদিও ওদের রান হচ্ছে না, তবে রান হবে এবং বাংলাদেশও ঘুরে দাঁড়াবে। আমি মনে করি, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচই জিতবে এবং দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ খেলবে আমি বিশ্বাস করি।'  

তবে এতকিছুর মাঝে ব্যতিক্রম কেবল মাহমুদউল্লাহ রিয়াদ। স্রোতের বিপরীতে হেঁটে দারুণ এক প্রত্যাবর্তনের মাইলফলক স্থাপন করেছেন সিনিয়র এ ক্যাম্পেইনার।

সুজন বলেন, 'আমার মনে হয় রিয়াদ চাপে খেলতেই বেশি পছন্দ করে। আর ও সবসময় এ চাপেই ক্রিকেট খেলেছে। সে (দল থেকে) বাদ পড়ে আর ঢুকে। তার জন্য শুভকামনা। সে স্রোতের বিপরীতে খেলে নিজেকে প্রমাণ করেছে।'    
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫