|
প্রিন্টের সময়কালঃ ১০ এপ্রিল ২০২৫ ০১:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ মে ২০২৩ ০৫:৩৭ অপরাহ্ণ

বিদেশি সংস্থায় চাকরি


বিদেশি সংস্থায় চাকরি


ন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে পাবলিক ফিন্যান্স অ্যাডভাইজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: পাবলিক ফিন্যান্স অ্যাডভাইজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, অর্থনীতি, ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিএফএ সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ইনভেস্টমেন্ট, আইডেন্টিফিকেশন, ডিজাইন অ্যান্ড ম্যানেজমেন্ট অব আরবান, ওয়েস্ট, স্যানিটেশন ও সার্কুলার ইকোনমি বা এ ধরনের প্রকল্পে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ক্লাইমেট ফিন্যান্স, গ্রিন ইনভেস্টমেন্ট বা পিপিপি ইনভেস্টমেন্ট মোবিলাইজেশনে অভিজ্ঞতা থাকা আবশ্যক। পলিসি ডেভেলপমেন্ট, সলিড ওয়াটার ও স্যানিটেশন খাতে অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রকল্প এলাকা ভ্রমণের মানসিকতা থাকতে হবে।


চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা
বেতন: মাসিক বেতন ১,৫৭,৮২০ থেকে ১,৭২,৫৪৯ টাকা (দক্ষতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)।
সুযোগ–সুবিধা: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, যোগাযোগ ভাতা, উৎসব বোনাস এবং কর্মীর পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যবিমার সুযোগ আছে।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে I'm interested–এ ক্লিক করে মোটিভেশন লেটারসহ (এক পৃষ্ঠা) সিভি (তিন পৃষ্ঠার বেশি নয়) পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১৭ জুন ২০২৩।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫