|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০১:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ডিসেম্বর ২০২৪ ০৪:৫১ অপরাহ্ণ

কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ


কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ


ঢাকা প্রেস,রাঙ্গামাটি প্রতিনিধি:-
 

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে, উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতারঘাট এলাকায়।
 

নিখোঁজ পর্যটকদের মধ্যে প্রিয়ন্ত দাস (১৬) ও শাওন দত্ত (১৭) নামে দুই কিশোর রয়েছেন। শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং সদরঘাট নালাপাড়া এলাকার জিদান দত্তের ছেলে। প্রিয়ন্ত শাওনের খালাতো ভাই, তবে তার পিতার পরিচয় জানা যায়নি।
 

এই ঘটনার বিবরণ দিতে গিয়ে নিখোঁজদের সঙ্গে থাকা বন্ধু সালমান আহমেদ বলেন, তারা ৯ জন বন্ধু মিলে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি নৌকায় কাপ্তাই ভ্রমণে এসেছিলেন। পরে চারজন মিলে কর্ণফুলী নদীর সীতারঘাট এলাকায় গোসল করতে নামেন। এদের মধ্যে দুজন নদী থেকে কূলে ফিরে আসেন, কিন্তু প্রিয়ন্ত ও শাওন পানিতে তলিয়ে যান। সালমান আরও জানান, তারা নদীতে নামার আগে মাদক সেবন করেছিলেন।
 

বিকেল ৩টা পর্যন্ত নিখোঁজ দুই পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে কাপ্তাই ফায়ার স্টেশনের কর্মী ও কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে কাজ করে যাচ্ছেন। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ জানান, নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫