|
প্রিন্টের সময়কালঃ ২৯ অক্টোবর ২০২৫ ০৯:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ অক্টোবর ২০২৫ ০৭:২৪ অপরাহ্ণ

সীতাকুণ্ডে হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিশাল বিক্ষোভ-মিছিল ও সমাবেশ


সীতাকুণ্ডে হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিশাল বিক্ষোভ-মিছিল ও সমাবেশ


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ-

 

২৮ অক্টোবর ২০০৬ সালের লগী বৈঠা সংক্রান্ত হত্যাকাণ্ডের বিচারের দাবীতে সীতাকুণ্ডে ওই দফারাজ্য জামায়াতের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামে ইয়াতের আমীর মাওলানা মিজানুর রহমান সভার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র নেতা ও সাবেক কমিশনার মুহাম্মদ তাহের। প্রধান অতিথি ছিলেন— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার।

 


 

সমাবেশে জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, উত্তর জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদসহ দলের শতাধিক নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাগণের মধ্যে ছিলেন উপজেলা নাযেবে আমীর রাশেদুজ্জামান মজুমদার, সাবেক ছাত্রনেতা ও উপজেলা সহকারী সেক্রেটারি মু. কুতুব উদ্দিন শিবলী, সহকারী সেক্রেটারি এড. আশ্রাফুর রহমান, উপজেলা অফিস সম্পাদক আবু হাফস নাকিব, যুবদলের সভাপতি শামসুল হুদা, মিডিয়া বিভাগের দায়িত্বশীল আবুল হোসেন, শ্রমিক কল্যাণ শাখার সভাপতি মেজবাউল আলম রাসেল, পৌর আমীর হাফেজ আলী আকবর ও ছাত্রশিবির সভাপতি আশরাফুর রহমানসহ সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়ন থেকে জামায়াত, শিবির ও জনশক্তির প্রচুর অংশগ্রহণ ছিল।

 


 

বক্তারা বলেন, ২০০৬ সালের ওই নৃশংস ঘটনার মূলহোতাদের এখনই গ্রেফতার করে দায়েরকৃত হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। তারা দাবি করেন, ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
 

কিছু অংশগ্রহণকারী নেতার কড়া মন্তব্যও প্রকাশ পায়; তারা ওই ঘটনার নেপথ্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করেন এবং দেশীয় রাজনৈতিক পরিসরে তাদের ভূমিকা নিয়ে সার্বিক অবস্থান ব্যক্ত করেন। সমাবেশে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং আইনি ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়।
 

বিক্ষোভ মিছিলটি হাসান গোমস্ত মসজিদ চত্বর থেকে শুরু হয়ে উত্তর বাজার হয়ে কলেজ রোডের মাথায় এসে শেষ হয়, যেখানে শেষ পর্যায়ে একটি পথসভা অনুষ্ঠিত হয় এবং সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আইনগত ও সাংগঠনিক ভাবে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫