অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্রের শিকারঃ এ্যানি

ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-
লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হিরা লাল দেবনাথ হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্রের শিকার হচ্ছে।
এ্যানি বলেন: "অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনায় ব্যস্ত থাকলেও, একটি চক্রান্তকারী গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। বিগত দিনে অত্যাচার-নির্যাতনের সঙ্গে জড়িত এসব গোষ্ঠী এখন হিন্দু সম্প্রদায়কে টার্গেট করছে। এইভাবে তারা সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনতে চায়।"
তিনি আরো বলেন, "আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সবাইকে একত্রিত করার চেষ্টা করেছেন। আমাদের সকলকে মিলে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে।"
শুক্রবার রাতে হিরা লাল দেবনাথকে দুর্বৃত্তরা হত্যা করে। এ ঘটনায় ব্যবসায়ী সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও প্রতিবাদ জানিয়েছেন। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫