খানসামায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, ভাঙচুর ৫০টিরও বেশি মোটরসাইকেল

দিনাজপুর প্রতিনিধি:-
দিনাজপুর, ১২ জুলাই ২০২৫ — দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীর এক রাজনৈতিক সভাকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন এবং ভাঙচুর করা হয়েছে ৫০টিরও বেশি মোটরসাইকেল। সংঘর্ষের পর এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে শুক্রবার রাতে উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া বাজারে। দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরীর আয়োজিত এক আলোচনা সভা শেষে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সভায় কর্নেল মোস্তাফিজুর রহমানের পাশাপাশি জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী এবং জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার জামান শাহ নিপুণসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে কর্নেল মোস্তাফিজের অনুসারীদের সঙ্গে ওই আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারীদের কথাকাটাকাটি থেকে শুরু হয় সংঘর্ষ। মুহূর্তেই তা রূপ নেয় ধাওয়া-পাল্টা ধাওয়ায়। সংঘর্ষে কর্নেল মোস্তাফিজ, ছাত্রদল নেতা মেহেদী হাসান মানিক, উপজেলা বিএনপির সদস্য মহসীন আলী শাহসহ অন্তত ২০ জন আহত হন। এ সময় বাজার এলাকায় ভাঙচুর করা হয় অন্তত অর্ধশতাধিক মোটরসাইকেল।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫