|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ এপ্রিল ২০২৫ ০৭:৪৩ অপরাহ্ণ

অভিনয় শিল্পী সংঘের নির্বাচন ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে


অভিনয় শিল্পী সংঘের নির্বাচন ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে


বিনোদন ডেস্ক:-

 

বাংলাদেশের অভিনয়শিল্পীদের বৃহৎ সংগঠন অভিনয় শিল্পী সংঘের বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বিশিষ্ট অভিনেতা খায়রুল আলম সবুজ। তার সঙ্গে কমিশনার হিসেবে থাকছেন নরেশ ভূঁইয়াফারুক আহমেদ
 

আপিল বোর্ডে রয়েছেন বরেণ্য অভিনয়শিল্পী মামুনুর রশীদ, আবুল হায়াত এবং দিলারা জামান
 

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালামআব্দুল্লাহ্ রানাসাধারণ সম্পাদক পদে লড়ছেন শাহেদ শরীফ খানরাশেদ মামুন অপু
 

সহ-সভাপতি পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে নির্বাচিত হবেন তিনজন। প্রার্থীরা হলেন:
আজিজুল হাকিম, আশরাফ টুলু, শামস সুমন, এহসানুর রহমান, ইকবাল বাবুআশরাফুল সোহাগ

 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্য থেকে নির্বাচিত হবেন দুইজন। তারা হলেন:
কবির টুটুল, পাভেল ইসলাম, শফিউল আলম বাবু, রাজীব সালেহীনসুজাত শিমুল

 

সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন মাসুদ রানা মিঠুহিমে হাফিজ

তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আর এ রাহুল, নিলাভ আমানমাহাদি হাসান পিয়াল

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুকুল সিরাজরবিউল ইসলাম রনি

অনুষ্ঠান সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সুমন, সজীবসান্ত্বনা

আইন ও কল্যাণ সম্পাদক পদে লড়ছেন সুবর্ণা মজুমদারসুচনা সিকদার

এছাড়া, অর্থ সম্পাদক পদে প্রার্থী নুর এ আলম নয়ন এবং দপ্তর সম্পাদক পদে তানভীর মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সবশেষে, কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১১ জন, যাদের মধ্য থেকে নির্বাচিত হবেন সাতজন। প্রার্থীরা হলেন:
রাফা নাঈম, মাজহারুল ইসলাম খান হীরা, গোলাম মাহমুদ, ইমরান হোসেন, জুলফিকার চঞ্চল, রেজাউল রাজা, তুহিন চৌধুরী, ইমরান হায়দার, শুভ রাজ, শিউলি আক্তারএনায়েত উল্লাহ

নির্বাচনকে ঘিরে অভিনয়শিল্পীদের মাঝে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫