ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বাংলাদেশে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক।
গত ২৯ মে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব প্রদান করেন। পরে ১৮ আগস্ট বাংলাদেশ সরকার তাকে ‘এক্সেকুয়াতুর’ প্রদান করে নিয়োগকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং দায়িত্ব পালনের অনুমোদন দেয়।
নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়ায় কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি এটি একটি মহৎ দায়িত্বও। আমি আশা করি, বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নের সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারব।”
দক্ষিণ-পূর্ব ইউরোপের এড্রিয়াটিক সাগর তীরবর্তী দেশ ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব। প্রায় ৩ দশমিক ৮ মিলিয়ন জনসংখ্যার এ দেশ বিশ্বজুড়ে পরিচিত তার সমুদ্রতট, সাংস্কৃতিক ঐতিহ্য এবং এক হাজারেরও বেশি দ্বীপের জন্য।
২০০৯ সালে ন্যাটো ও ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় ক্রোয়েশিয়া। ২০২৩ সালে দেশটি শেনজেন জোন ও ইউরোজোনে অন্তর্ভুক্ত হয়। পর্যটনের পাশাপাশি তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস এবং জাহাজ নির্মাণ শিল্প দেশটির অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে।
১৯৯১ সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হওয়ার পর ক্রোয়েশিয়া গণতন্ত্র, অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫