|
প্রিন্টের সময়কালঃ ১০ এপ্রিল ২০২৫ ০৮:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৪ ০৯:৫২ অপরাহ্ণ

সাংবাদিকের দায়েরকৃত মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার


সাংবাদিকের দায়েরকৃত মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের উলিপুরে চাঁদাবাজি মামলায় উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেফতার মোখলেছ নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক। কুড়িগ্রাম-৩ আসনের (উলিপুর) আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এমএ মতিনের ঘনিষ্ঠ সহচর তিনি। 

 

মোখলেছের বিরুদ্ধে হওয়া চাঁদাবাজি মামলার বাদী সাংবাদিক মমিনুল ইসলাম। তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার উলিপুর উপজেলা প্রতিনিধি। তিনি উপজেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক বলে জানা গেছে।

 

সাংবাদিক মমিনুল ইসলাম ২০১৪ সালে চাঁদাবাজির শিকার হয়েছেন দাবি করে সাবেক এমপি এম এ মতিন, উলিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু এবং ইউপি চেয়ারম্যান মোখলেছসহ ৯৮ জনের নাম উল্লেখ করে গত ১০ অক্টোবর আদালতে মামলা করেন।

 

এর আগে, গত ১ সেপ্টেম্বর মমিনুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হককে আসামি করে কুড়িগ্রাম আদালতে মানহানির মামলা করেন।

 

বাদী মমিনুল ইসলাম বলেন, ‘২০১৪ সালে আসামিরা আমার স্ত্রীর কাছে ৫ লাখ টাকা চাঁদা আদায় করে। এ ছাড়াও আমার সঙ্গে থাকা ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে নেয়। পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায়বিচার পাওয়ার আশায় আমি আদালতে মামলা করি। আসামিরা সবাই প্রভাবশালী। মামলার করার পর আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ জিল্লুর রহমান বলেন, ‘গ্রেফতার আসামিকে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।’ 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫