|
প্রিন্টের সময়কালঃ ১৬ ডিসেম্বর ২০২৫ ০৩:৩৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ ডিসেম্বর ২০২৫ ০৯:২৬ অপরাহ্ণ

সীতাকুণ্ডে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


সীতাকুণ্ডে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
 

চট্টগ্রামের সীতাকুণ্ডে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় সীতাকুণ্ড কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

 


 

এরপর ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের কালো রাতের স্মৃতিচারণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মনসুর, মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল মান্নান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. আলতাফ হোসেন, প্রকৌশলী আলমগীর বাদশা, সীতাকুণ্ড মডেল থানার ওসি মাহিনুর হাসান এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমত আরা।
 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন থানার এসি (তদন্ত) মো. আলমগীর, মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, সমাজসেবা কর্মকর্তা লুৎফুননেছা বেগম, ওসি (ইন্টেলিজেন্স) মো. ইউনুছ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জমিরুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. বেলাল হোসেন, পল্লী সঞ্চয় কর্মকর্তা রাশেদা বেগম, তথ্যসেবা কর্মকর্তা আসমাউল হোসনা তন্বী, ইউডিএফ কর্মকর্তা পাপিয়া চাকমা এবং উপজেলা কো-অর্ডিনেটর মোহছেনা মিনা।
 

আলোচকরা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ও মেধাশক্তিকে ধ্বংস করার উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের হত্যা করে। তারা স্বাধীনতাবিরোধী চক্র সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সচেতন নাগরিকদের এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫