চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতে রেকর্ড রিয়াল মাদ্রিদের

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতে রেকর্ড ১৫তম বারের মতো শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। হয়েছেন প্রথমবারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন। এবার চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক বিস্ময়কর পারফরম্যান্স দেখিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডও। তাই তিযোগিতাটির মৌসুম সেরা একাদশেও পড়েছে এর প্রতিফলন; দুই ফাইনালিস্ট থেকেই জায়গা পেয়েছেন চার জন করে।
মৌসুমের সেরার স্বীকৃতি পাওয়ার পাশাপাশি ভিনি-বেলিংহামের জায়গা হয়েছে মৌসুমসেরা একাদশেও। যেখানে রিয়াল থেকে তাদের সঙ্গী হয়েছেন দুই ডিফেন্ডার দানি কারভাহাল ও আন্তোনিও রুডিগার। বাকি দুই ডিফেন্ডার হলেন বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাটস হামেলস ও ইয়ান মাতসেন। মিডফিল্ডার হিসেবে বেলিংহামের সঙ্গে জায়গা পেয়েছেন পিএসজির ভিতিনিয়া ও ডর্টমুন্ডের মার্সেল সাবিতজার।
এ ছাড়া ফরোয়ার্ড লাইনে ভিনির সঙ্গে বাকি দুইজন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন ও ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। তবে এই তালিকায় জায়গা হয়নি সিটির হালান্ড ও পিএসজির এমবাপ্পের। গোলরক্ষক হিসেবে তালিকায় আছেন ডর্টমুন্ডের কোবেল।
চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা একাদশ
গোলরক্ষক:
কোবেল (ডর্টমুন্ড ),
ডিফেন্ডার:
রুডিগার (রিয়াল), হামেলস (ডর্টমুন্ড),কার্ভাহাল (রিয়াল)ও মাতসেন (ডর্টমুন্ড)।
মিডফিল্ডার:
ভিতিনিয়া (পিএসজি), বেলিংহাম (রিয়াল)ও সাবিতজার (ডর্টমুন্ড)।
ফরোয়ার্ড :
ভিনিসিয়ুস (রিয়াল), হ্যারি কেইন (বায়ার্ন) ও ফোডেন (ম্যানচেস্টার সিটি)।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫