|
প্রিন্টের সময়কালঃ ০৮ নভেম্বর ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ নভেম্বর ২০২৫ ০৬:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’


চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’


চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ। শনিবার দুপুরে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ তাদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।
 

চট্টগ্রাম বন্দরে পৌঁছালে নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের অধিনায়কের চিফ স্টাফ অফিসার জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। রীতি অনুযায়ী নৌবাহিনীর সুসজ্জিত বাদকদলের সুরে বাজে আনুষ্ঠানিক অভ্যর্থনার সংগীত। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চার দিনের এই সফরে পিএনএস সাইফ-এর অধিনায়ক ও প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের অধিনায়ক, বিএন ফ্লিটের অধিনায়ক এবং ডকইয়ার্ডের এরিয়া সুপারিনটেনডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালে তারা চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনীর ঘাঁটি ও জাহাজ পরিদর্শন করবেন।
 

অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও পাকিস্তানের জাহাজটি ঘুরে দেখার সুযোগ পাবেন।
 

১২ নভেম্বর শুভেচ্ছা সফর শেষে পিএনএস সাইফ বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে। নৌবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও পাকিস্তান নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫