|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ নভেম্বর ২০২৪ ০৫:৫৫ অপরাহ্ণ

নাটোরে ছিনতাইয়ের সময় ব্রাহ্মণবাড়িয়ার ৫ নারী আটক


নাটোরে ছিনতাইয়ের সময় ব্রাহ্মণবাড়িয়ার ৫ নারী আটক


ঢাকা প্রেস,নাটোর প্রতিনিধি:-

 

নাটোর শহরের মাদরাসা মোড়ে ছিনতাইয়ের চেষ্টা করার সময় পাঁচ নারীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে।
 

আটককৃত নারীরা সবাই ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। তাদের পরিচয় হলো:

  • পারুল বেগম (৩০), স্বামী কাউসার রহমান, ডরমন্ডল নতুনবাজার।
  • নাইমা বেগম (২৮), স্বামী সফর উদ্দিন।
  • মাফিয়া বেগম (২০), স্বামী এরশাদ আলী।
  • সীমা বেগম (৩০), স্বামী জাকির হোসেন।
  • লাভলি বেগম (২০), স্বামী আশরাফ উদ্দিন।

 

ছিনতাইয়ের শিকার শাহনাজ খানম, বরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, জানান যে তিনি কানাইখালী বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় চড়ে কালেক্টরেট স্কুলে যাচ্ছিলেন। এ সময় ওই পাঁচ নারী অটোরিকশায় ওঠেন। মাদরাসা মোড়ে পৌঁছালে তাদের একজন অসুস্থতার ভান করে তার ঘাড়ে মাথা এবং গলায় হাত রাখেন। এ সুযোগে গলার সোনার চেইন এবং ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
 

শাহনাজ খানম চিৎকার করলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন। ঘটনা শোনার পর তারা পাঁচ নারীকে আটক করে থানায় খবর দেন। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, আটক নারীরা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। ছিনতাই করাই তাদের মূল পেশা। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫