|
প্রিন্টের সময়কালঃ ০১ মার্চ ২০২৫ ০৮:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ০২:৪৪ অপরাহ্ণ

চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়


চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়


ঢাকা প্রেস নিউজ:-

 

পবিত্র রমজান মাস শুরুর দিন নির্ধারণে আজ শনিবার সন্ধ্যা ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। বৈঠকটি ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমস্থ সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
 

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বৈঠকের সভাপতিত্ব করবেন। সভায় দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
 

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাসেম জানান, রমজান মাস শুরুর বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও আঞ্চলিক দপ্তর, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে মাগরিবের পর এই বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হবে।
 

চাঁদ দেখা গেলে যেভাবে জানাবেন

বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে। এছাড়া, নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরেও তথ্য পাঠানো যাবে।
 

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭।

ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫