চাঁদপুরে ইউনিয়ন জামায়াতের আমিরকে অব্যাহতি

চাঁদপুর প্রতিনিধি:-
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা ইলিয়াস হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফেসবুকে বিকৃত ছবি শেয়ার দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। তিনি জানান, “জেলা আমির মো. বিল্লাল হোসেন মিয়াজীর নির্দেশে মাওলানা ইলিয়াস হোসেনকে ইউনিয়ন আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি ও তার সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।”
শাহজাহান মিয়া আরও বলেন, “ইলিয়াস হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অসাবধানতাবশত একটি বিকৃত ছবি শেয়ার হয়েছিল, যা পরে দ্রুত মুছে ফেলা হয়। উক্ত মোবাইল ফোনটি তার সন্তানরাও ব্যবহার করে, তারা হয়তো অনিচ্ছাকৃতভাবে ছবিটি শেয়ার করেছে।”
তিনি জানান, “ঘটনা জানার পর ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করেন। সকালে বসে বিষয়টি সমাধানের কথা থাকলেও তার আগেই জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। ইউনিয়ন সভাপতির ক্ষমা চাওয়ার পরও এ হামলা অত্যন্ত দুঃখজনক।”
উল্লেখ্য, শুক্রবার সকালে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। এ ঘটনার জের ধরেই সংঘর্ষ ও পরবর্তীতে তার পদচ্যুতি ঘটে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫