|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ ডিসেম্বর ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ

পাকিস্তান থেকে আসছে ২৫ হাজার টন চিনি


পাকিস্তান থেকে আসছে ২৫ হাজার টন চিনি


ঢাকা প্রেস নিউজ
 

বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি আমদানি করেছে। আগামী মাসেই এই চিনি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা। দীর্ঘ কয়েক দশক পর এতো বিপুল পরিমাণ চিনি পাকিস্তান থেকে আমদানি করা হচ্ছে। এর আগে বাংলাদেশ মূলত ভারত থেকে চিনি আমদানি করত।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।
 

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের করাচি বন্দর থেকে চিনি পাঠানো হবে চট্টগ্রাম বন্দরে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুমোদনে দেশটির চিনিশিল্প এই বছর প্রায় ৬ লাখ টন চিনি রপ্তানির চুক্তি করেছে। এর মধ্যে ৭০ হাজার টন মধ্য এশিয়ার দেশগুলোতে এবং ৫০ হাজার টন থাইল্যান্ডে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এছাড়াও উপসাগরীয় রাষ্ট্র, আরব এবং আফ্রিকার বিভিন্ন দেশও পাকিস্তান থেকে চিনি আমদানির চুক্তি করেছে বলে জানিয়েছেন দেশটির চিনি ব্যবসায়ীদের কর্মকর্তা মজিদ মালিক।
 

পাকিস্তানের চিনি রপ্তানি থেকে এ বছর ৪০০-৫০০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের সম্ভাবনা রয়েছে। চিনিশিল্প দক্ষিণ এশিয়ার এই দেশটির জন্য গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা আয়ের উৎসে পরিণত হয়েছে।
 

এদিকে, আন্তর্জাতিক বাজারে চিনির দাম গত সোমবার (২ ডিসেম্বর) প্রতি টনে ৫৩০ মার্কিন ডলারে পৌঁছায়। একইদিন পাকিস্তানের ৮০টিরও বেশি চিনিকল উৎপাদন শুরু করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫