রুমায় কেএনএ ঘাঁটিতে সেনা অভিযানে সরঞ্জাম উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে মাসব্যাপী বিশেষ অভিযানে কুকি ন্যাশনাল আর্মি (কেএনএ) বা বম পার্টির একটি প্রশিক্ষণ ঘাঁটি শনাক্ত করে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রুমার দুর্গম রেং ত্লাং এলাকায় ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তসংলগ্ন জনবসতিহীন এলাকায় কেএনএ-র সামরিক ঘাঁটিতে ব্যাপক তল্লাশি চালিয়ে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি ও কার্তুজ বেল্ট, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং আরও নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং কৌশলগত স্থাপনাগুলো দখল করা হয়।
আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫