যাত্রীবেশে হাইয়েস গাড়ি নিয়ে ছিনতাই; ১১ টি মোবাইল ফোন ও গাড়িসহ চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে সিটিটিসি
ঢাকা প্রেস
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-
রাজধানীর কদমতলী এলাকা থেকে যাত্রীবেশে হাইয়েস গাড়ি নিয়ে ছিনতাইয়ের ঘটনায় ১১ টি মোবাইল ফোন, একটি হাইয়েস গাড়ি ও একটি পাওয়ার ব্যাংকসহ পাঁচজনের এক পেশাদার ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ( সিটিটিসি) ইউনিট।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ আকতার হোসেন (৪৫), ২। হারুনুর রশিদ (৫০), ৩। কামাল হোসেন (৪৫), ৪। মোহাম্মদ নুরুদ্দিন (৪৮) ও ৫। মোহাম্মদ হানিফ (৫৫)।
বুধবার (১৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় রাজধানীর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে এ পেশাদার ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করে সিটিটিসির এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম।
সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার (১৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের নিকট হতে ছিনতাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের ১১ টি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত তাদের একটি হাইয়েস গাড়িও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি গত এক বছর ধরে রাজধানীতে সক্রিয় আছে। তারা হাইয়েস গাড়ি নিয়ে রাতে বেরিয়ে পড়ে এবং সাধারণ যাত্রীবেশে গাড়িতে বসে থাকে। তারা সায়েদাবাদ, যাত্রাবাড়ি, রায়েরবাগ, সাইনবোর্ড সহ বিভিন্ন এলাকা থেকে যাত্রী তুলে পরবর্তীতে সুবিধাজনক জায়গায় নিয়ে যাত্রীকে জিম্মি করে যাত্রীর যাবতীয় সকল মালামাল লুট করে নেয়। পরবর্তীতে লুট করা অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেয় এবং ছিনতাইকৃত মোবাইলগুলো গুলিস্তানে এসে বিক্রি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তাদের মাধ্যমে অত্যন্ত ৫০০ এর অধিক ব্যক্তি ছিনতাই এর শিকার হয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫