বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা-সিকিমে মানবতার সেতু: নাহিদ ইসলাম

ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম শুক্রবার জানিয়েছেন, প্রয়োজন হলে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা ও সিকিমে ত্রাণ সহায়তা পাঠানো হবে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ এবং সরকার ভারতের বন্যাকবলিত জনগণের পাশে দাঁড়িয়েছে।
বাংলাদেশ নিজেই বন্যার কবলে পড়লেও, দেশের জনগণ ও সরকার নিরলসভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবাসী বাংলাদেশি ও দেশপ্রেমিক ব্যবসায়ীরাও এই কাজে সহযোগিতা করছে। নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন যে, দুই দেশের জনগণ একত্রিত হয়ে দ্রুত এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে।
তবে ভারতের বাঁধ খোলার বিষয়ে নাহিদ ইসলাম ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, আগাম সতর্কতা ছাড়া বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫