১৯ আগস্ট ৩৮ নং ওয়ার্ডে ওরশে আশা হযরত ও সুন্নী সম্মেলনে প্রধান অতিথি সিটি মেয়র ডাঃ শাহাদাত

ডেস্ক নিউজ:-
নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডস্থ গাজী ওমর শাহ পাড়া মসজিদ সংলগ্ন মাঠে ১৯ আগস্ট, মঙ্গলবার,ইমাম আহমদ রেযা খান (রা:)'র ১০৭তম বার্ষিক ওফাত দিবস স্মরণে ওরছে আ’লা হযরত ও সুন্নী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র ডা:শাহাদাত হোসেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামিক বক্তা আলা হযরত মুফতি তৌছিফ রেজা খানের নির্দেশনায় উক্ত মহতী অনুষ্ঠানে সম্মানিত উদ্ধোধক অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক মুহাম্মদ এরশাদ উল্লাহ।
জামেয়া রজভীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি , বন্দর থানা বিএনপির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ সংগঠক আলহাজ্ব মোঃ হানিফ সওদাগরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন, প্রবীণ আলেমেদীন শায়খুল হাদীস- কাজী মঈন উদ্দীন আশরাফী (মা.জি.আ, প্রধান মেহমান- মুফতিয়ে আহলে সুন্নাত, উস্তাজুল আসাতেযাঃ মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান আল-কাদেরী (মা.জি.আ.) সাবেক অধ্যক্ষ- জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা,।বিশেষ মেহমান- পীরে তরিক্বত আল্লামা ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.) সাজ্জাদানশীন, আল আমিন হাশেমী দরবার শরীফ।
প্রধান আকর্ষন- হযরতের রুহানী সন্তান, ফখরুল ওয়ায়েজিনঃ হযরতুলহাজ্ব আল্লামা হাসান রেজা আল কাদেরী।
প্রধান বক্তা- অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রেজভী (মা.জি.আ.),আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর বিএনপির সদস্য সচিব- নাজিমুর রহমান চৌধুরী ,বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য-ইসরাফিল খসরু , অনুষ্ঠান সঞ্চালনা করবে শায়ের মুহাম্মদ সেলিম রেজা কাদেরী।
বিশেষ বক্তা- হযরতুলহাজ্ব আল্লামা আব্দুল আজিজ
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫