টেকনাফ থেকে তেঁতুলিয়া: এক তরুণীর অনন্য পদযাত্রা

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-
দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হেঁটে যাওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছেন চট্টগ্রামের তরুণী তাহুরা সুলতানা (২৫)। নিজের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা এবং দেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি মানুষের মধ্যে হাঁটার অভ্যাস গড়ে তোলার বার্তা ছড়িয়ে দিতে এই পদযাত্রায় নেমেছেন তিনি।
তাহুরা সুলতানা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বাসিন্দা। তিনি প্রবীণ শিক্ষক রশিদ আহমেদ এবং গৃহিণী তৈয়বা খাতুনের কনিষ্ঠ সন্তান। চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট তাহুরা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
শুক্রবার, ২৯ নভেম্বর ভোর ৬টায় কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন তিনি। প্রথম তিন দিনে ১১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৌঁছেছেন।
তাহুরা জানান, এই পদযাত্রার জন্য তিনি কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা নেননি। অনলাইনে পণ্য বিক্রির মাধ্যমে সঞ্চিত অর্থ দিয়ে তিনি এ যাত্রা করছেন। তার উদ্দেশ্য শুধু নিজের স্বপ্নপূরণ নয়; দেশের মানুষের মধ্যে সুস্থতার প্রতি সচেতনতা বাড়ানো এবং হাঁটার মতো একটি সহজ অভ্যাসে উৎসাহিত করা।
তাহুরা বলেন, "আমি ছোটবেলা থেকেই ঘোরাঘুরি ভালোবাসি। চ্যালেঞ্জ নেওয়া আমার পছন্দ। এই যাত্রায় পথের মানুষের আন্তরিকতা ও ভালোবাসায় আমি অভিভূত। যেখানে যেখানে বিরতি নিচ্ছি, সেখানে মানুষের উষ্ণ অভ্যর্থনা ও সমর্থন আমার যাত্রাকে আরও অনুপ্রাণিত করছে।"
হাঁটার উপকারিতা নিয়ে তাহুরা আরও বলেন, "সুস্থ থাকার জন্য হাঁটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, এই পদযাত্রা মানুষকে আরও বেশি হাঁটতে অনুপ্রাণিত করবে। পুরো যাত্রাপথ শেষ করতে ২০ থেকে ২৫ দিন লাগবে বলে ধারণা করছি।"
তাহুরার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী বলেন, "তাহুরা সুলতানার পদক্ষেপ আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। তিনি একজন নারী হয়েও যেভাবে সাহসিকতার সঙ্গে এই উদ্যোগ নিয়েছেন, তা দেখে মানুষ হাঁটায় উদ্বুদ্ধ হবে।"
তাহুরার এই ব্যতিক্রমী পদযাত্রা শুধু তার নিজস্ব উদ্যোগ নয়, বরং দেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। এই যাত্রা তার ব্যক্তিগত সাহসিকতার উদাহরণ হয়ে থাকবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫