প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগে বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় জেন্ডার স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা: উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, সমাজবিজ্ঞান বা জেন্ডার ইস্যু–সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৭ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জেন্ডার–সংক্রান্ত প্রকল্প ডিজাইন, মনিটরিং ও ইভ্যালুয়েশনে অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। সৃজনশীল কাজের দক্ষতা থাকতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, বিশেষ করে শেয়ারপয়েন্ট, ডেটাবেজ ম্যানেজমেন্ট ও সোশ্যাল মিডিয়া কমিউনিকেশনে দক্ষ হতে হবে। প্রকল্প এলাকা ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নের সম্ভাবনা আছে)
কর্মস্থল: বাংলাদেশ কান্ট্রি অফিস, ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,৪৭,১০৬ থেকে ১,৮৩,৮৮৩ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া বিমা ও হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বিমার সুবিধা আছে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৩।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫