|
প্রিন্টের সময়কালঃ ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৫:২৬ অপরাহ্ণ

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু


ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।
 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কার্জন হল এলাকায় দায়িত্ব পালনের সময় তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

মারা যাওয়া সাংবাদিকের নাম তরিকুল শিবলী (৪০)। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
 

সহকর্মী সাংবাদিক সোহেল রানা জানান, কার্জন হলের ভেতরে লাইভে যুক্ত থাকার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তরিকুল শিবলী। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
 

তরিকুল শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানায়। বর্তমানে তিনি ঢাকার দিয়াবাড়ি এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন। তিনি দুই কন্যাসন্তানের জনক ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫