|
প্রিন্টের সময়কালঃ ০৭ ডিসেম্বর ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ অক্টোবর ২০২৫ ০২:২২ অপরাহ্ণ

‘ভয়ে ছিলেন জসীম, সিনেমা মুক্তির পর বদলে গেল পরিস্থিতি’


‘ভয়ে ছিলেন জসীম, সিনেমা মুক্তির পর বদলে গেল পরিস্থিতি’


ডেস্ক নিউজ-ঢাকা প্রেস


 

ঢাকাই চলচ্চিত্রের সোনালী দিনের নায়ক জসীম। খল অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করে তিনি হয়ে উঠেছিলেন ঢাকার পর্দার এক নম্বর অ্যাকশন হিরো। নায়ক হিসেবে তাকে প্রথম সিনেমায় আনা হয়েছিল খ্যাতিমান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে।
 

নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, “জসীম সিনেমায় প্রথম এসেছিলেন নায়ক রাজ্জাক ভাইয়ের হাত ধরে ‘রংবাজ’ সিনেমায়। খল অভিনেতা হিসেবে তাকে আমরা প্রথম দেখেছিলাম, পরে ‘রাজ দুলারী’ সিনেমায়ও ভিলেন চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। সেই সিনেমার নায়ক-নায়িকা ছিলেন ওয়াসিম ও শাবানা।”
 

খল-অভিনেতার চরিত্রেও জসীম ছিলেন দুর্দান্ত। তবে নায়ক হওয়ার ইচ্ছা তার ছিল প্রবল। এই আকাঙ্ক্ষা সম্পর্কে কয়েকজন নির্মাতা জানতেন, তার মধ্যে একজন ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। তিনি জসীমকে আশ্বস্ত করেছিলেন, ‘যদি কোনোদিন সিনেমা বানাই, নায়ক হিসেবে অবশ্যই অভিনয় করাব।’
 

ঝন্টু জানান, “একসময় সেই সুযোগ এল। গল্প লিখে ‘ওমর শরীফ’ সিনেমা পরিচালনার সুযোগ পেলাম। নায়ক ওয়াসিমের পাশাপাশি জসীমকে নায়ক করে সিনেমা তৈরি করলাম। তবে সিনেমায় জসীমের একটি গান নিয়ে কিছুটা ভয়ও ছিল—দর্শকরা নায়ক হিসেবে গ্রহণ করবে কি না। কিন্তু মুক্তির পর উল্টো ঘটনা ঘটল। দর্শকরা তার গানের দৃশ্য অত্যন্ত পছন্দ করল। গুলিস্তানের একটি হলে সিনেমা দেখার সময় দর্শকদের উচ্ছ্বাস দেখে জসীম কেঁদে ফেলেছিলেন।”
 

‘ওমর শরীফ’ ভালো ব্যবসা করেছে এবং এর পর থেকে জসীম নায়ক হিসেবে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘রংবাজ’, ‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘বদলা’, ‘কসাই’, ‘দোস্তি’, ‘প্রতিহিংসা’, ‘মান-সম্মান’ ইত্যাদি।
 

আজ চিত্রনায়ক জসীমের প্রয়াণ দিবস। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণে তিনি সবাইকে কাঁদিয়ে চলে যান।
 

জসীমের জন্ম ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জের বক্সনগর গ্রামে। আসল নাম আব্দুল খায়ের জসীম উদ্দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তিনি দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন।
 

জসীমের স্ত্রী নাসরিন। তাদের তিন ছেলে—রাহুল, রাতুল ও সামী। দুঃখজনকভাবে, গত ২৭ জুলাই রাজধানীর উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে রাতুল মৃত্যুবরণ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫