|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৪ অপরাহ্ণ

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের দায়িত্ব আগামীতে বিসিবির


বিপিএলে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের দায়িত্ব আগামীতে বিসিবির


ঢাকা প্রেস নিউজ

 

বিপিএলের ২০২৫ সালের আসর শেষ হয়েছে এবং চট্টগ্রাম কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। এবারের টুর্নামেন্টে ভালো রান হওয়ায় গ্যালারিতে ছিল উপচে পড়া ভীড়। তবে কিছু বিতর্কিত বিষয়ও সামনে এসেছে, যেমন দুটি ফ্র্যাঞ্চাইজি দেশি ও বিদেশি ক্রিকেটারদের যথাযথ পারিশ্রমিক পরিশোধ করেনি।
 

এছাড়া, দলের খেলা শেষে ক্রিকেটারদের দেশে ফেরার যথাযথ ব্যবস্থা করা হয়নি এবং তাদের নিয়ে কিছু অনাকাঙ্খিত মন্তব্যও শোনা গেছে। এই বিষয়গুলো নিয়ে বিসিবি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামীতে বিপিএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক, ম্যাচ ফি, হোটেল ব্যবস্থাপনা ও টুর্নামেন্ট শেষে দেশে ফেরার ব্যবস্থা বিসিবি করবে।
 

বিসিবি এক বার্তায় জানিয়েছে, তারা নিজেই বিপিএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটারদের ব্যবস্থাপনা করবে। বিপিএল ড্রাফটে থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সরাসরি যোগাযোগ করবে এবং তাদের ম্যাচ ফি’র নিশ্চয়তা প্রদান করবে। পাশাপাশি, সময়মতো পারিশ্রমিক পরিশোধের বিষয়টি নিজেই পরিচালনা করবে।
 

এছাড়া, বিসিবি বিদেশি ক্রিকেটারদের থাকা-খাওয়ার ব্যবস্থা করবে এবং টুর্নামেন্ট শেষে তাদের দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করবে। বিসিবি ফ্র্যাঞ্চাইজির জন্য আর্থিক স্বচ্ছতার বিষয়েও কঠোর হবে এবং খেলোয়াড়দের সেফগার্ডিং ও পারিশ্রমিকের পদ্ধতিতে কঠোর মনোভাব অবলম্বন করবে।
 

বিসিবির সভাপতি ফারুক আহমেদ এক বিবৃতিতে বলেছেন, "বিসিবির এই উদ্যোগ প্রমাণ করে যে, বিপিএলের সততা নিশ্চিত করতে এবং দেশি-বিদেশি ক্রিকেটারদের পেশাদার অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিপিএলের পরিচালনা ও আর্থিক বিষয়কে শক্তিশালী করতে বোর্ড সকল স্টেকহোল্ডারদের সঙ্গে সর্বদা যুক্ত থাকবে।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫