মালয়েশিয়ায় ৬৭ বাংলাদেশি সহ ৭৫ অননুমোদিত অভিবাসী গ্রেপ্তার
মালয়েশিয়ার কেলান্তানের অভিবাসন বিভাগের এক অভিযানে ৭৫ জন অননুমোদিত অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বয়স ২৩ থেকে ৫০ বছরের মধ্যে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬৭ জন বাংলাদেশি পুরুষ, চারজন ইন্দোনেশিয়ান পুরুষ, দুইজন ইন্দোনেশিয়ান নারী, একজন ভারতীয় ও একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন।
জেআইএম কেলান্তানের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানিয়েছেন, গোয়েন্দা তথ্য ও জনসাধারণের সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে কোটা বারু ও পাশির মাস এলাকার বিভিন্ন নির্মাণস্থলে অভিযান চালানো হয়।
তিনি বলেন, এসব অভিবাসী সীমান্তের অবৈধ পয়েন্ট দিয়ে প্রবেশের পর একটি পরিবহন চক্রের মাধ্যমে কোটা বারুর লেম্বাহ সিরেহ বাস টার্মিনালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকে তারা মালয়েশিয়ার উপদ্বীপের পশ্চিম উপকূলের বিভিন্ন রাজ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
মোহাম্মদ ইউসুফ আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের সবাইকে তানাহ মেরাহ অভিবাসন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তারা ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) ও ১৫(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রুল ৩৯ (বি) লঙ্ঘনের অভিযোগে তদন্তাধীন।
তিনি উল্লেখ করেন, এই অভিযান সীমান্ত এলাকায় মানবপাচার এবং অবৈধ শ্রমিক প্রবেশ প্রতিরোধে জেআইএম-এর চলমান তৎপরতার অংশ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫