গোপালগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের

ঢাকা প্রেস,গোপালগঞ্জ প্রতিনিধি:-
গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা।
নিহতদের মধ্যে একজন গোপালগঞ্জ সদর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও ঠিকাদার নুরুল ইসলাম সিকদার (৫০), অপরজন মোটরসাইকেল চালক ও ব্যবসায়ী মানিক মন্ডল বাবু। নিহত নুরুল ইসলাম সিকদার শহরের সোনাকুড় এলাকার রেজাউল হক সিকদার রিজু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই মো. রোমান মোল্লা জানান, নুরুল ইসলাম তার ঠিকাদারি কাজের সাইট পরিদর্শন শেষে মোটরসাইকেলে সদর উপজেলার কাঠি থেকে বেদগ্রাম মোড় হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী একটি পেঁয়াজবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।
ঘটনার পরপরই নুরুল ইসলাম সিকদার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। আর গুরুতর আহত মোটরসাইকেল চালক মানিক মন্ডল বাবুকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে, ফরিদপুরের ভাঙা এলাকায় তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনা এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫