|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৪ ০৭:০৮ অপরাহ্ণ

আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা: ভারতের দুঃখ প্রকাশ


আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা: ভারতের দুঃখ প্রকাশ


ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশের সাম্প্রতিক কিছু ইস্যু নিয়ে ভারতে চলমান বিক্ষোভের মধ্যে ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। উগ্রপন্থী ভারতীয় বিক্ষোভকারীরা এ সময় হাইকমিশনে উড়ন্ত বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা নামিয়ে তা ছিঁড়ে ফেলে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
 

সোমবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, "আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক বা কনস্যুলার সম্পত্তি আক্রমণের শিকার হওয়া উচিত নয়।"
 

বিবৃতিতে আরও জানানো হয়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনগুলোর নিরাপত্তা জোরদার করতে সরকার ইতোমধ্যেই ব্যবস্থা নিচ্ছে।
 

এ হামলার আগে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন এবং চিন্ময় কৃষ্ণ দাস নামে একজনকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের উগ্রপন্থী সংগঠন ‘হিন্দু সংগ্রাম স্মৃতি সংস্থা’ বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে। আগরতলার সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে ছয়জনের একটি প্রতিনিধিদল বাংলাদেশি সহকারী হাইকমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
 

তবে বিক্ষোভের একপর্যায়ে সংগঠনের ক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তা ছিঁড়ে ফেলে। এরপর ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।
 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পরিবেশ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ভারতের দুঃখ প্রকাশের পাশাপাশি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫