ট্রাম্পের সই ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার আদেশে
ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-
জাতিসংঘের অঙ্গসংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাম্প ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর একাধিক নির্বাহী আদেশে সই করেন। এর মধ্যে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার আদেশ অন্যতম।
সই করার সময় ট্রাম্প বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্র এতদিন অন্যায্যভাবে অন্যান্য দেশের তুলনায় বেশি অর্থ প্রদান করেছে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন ট্রাম্প। করোনা মোকাবিলায় সংস্থাটির ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করে তিনি যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচও থেকে বের করার প্রক্রিয়া শুরু করেছিলেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এ সিদ্ধান্ত বাতিল করেন।
শপথ নেওয়ার পর বাইডেন প্রশাসনের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প। এর পাশাপাশি তিনি প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসা, মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বৃদ্ধিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতি গ্রহণ করেন।
এছাড়া, ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে আটক হওয়া প্রায় ১,৫০০ জনকেও ক্ষমা করে দিয়েছেন তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫