|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০১:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৫ ০৪:০৫ অপরাহ্ণ

স্বাধীনতা দিবসে এবারও কুচকাওয়াজ হবে না: স্বরাষ্ট্র সচিব


স্বাধীনতা দিবসে এবারও কুচকাওয়াজ হবে না: স্বরাষ্ট্র সচিব


ঢাকা প্রেস নিউজ

 

"আমরা আনন্দ করার মেজাজে নেই, তাই গত বিজয় দিবসের মতো এবারও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না," এ কথা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। রোববার, ১৫ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত সভা শেষে তিনি এ কথা জানান।
 

২৬ মার্চ কুচকাওয়াজ হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "গত ১৬ ডিসেম্বর যেমন কুচকাওয়াজ হয়নি, তেমনি ২৬ মার্চেও কুচকাওয়াজ হবে না।" কুচকাওয়াজের বাতিল হওয়ার কারণ জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, "যেভাবে গতবার হয়নি, এবারের কুচকাওয়াজও হবে না। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা ওয়ারমুডিং অবস্থায় আছি, আনন্দ করার মেজাজে নেই।"
 

সভা শেষে তিনি জানান, "আজকের সভায় আগের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমজান, স্বাধীনতা দিবস এবং ঈদের ছুটি নিয়ে আলোচনা করা হয়েছে। আগের মিটিংয়ে ঈদের ছুটির বিষয়ে এবং শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে যে অসন্তোষ ছিল, তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রমিকদের বেতন নির্ধারিত সময়ে দেওয়ার জন্য বিকেএমই’র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এছাড়া ঈদযাত্রায় চাঁদাবাজি বা ছিনতাই যাতে না হয়, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।"
 

২৬ মার্চের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি রয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, "এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ঝুঁকি বা হুমকি আমরা দেখতে পাচ্ছি না।"
 

পোশাক শ্রমিকদের ঈদের ছুটি ধাপে ধাপে দেওয়া হবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, "এটা হতে পারে, তবে মালিকরা বিষয়টি চূড়ান্ত করবেন। তবে আমরা নিশ্চিত করতে চাই যে, শ্রমিকদের বেতন ও ভাতা নির্ধারিত সময়ে দেওয়া হবে এবং কোনো প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয়।"
 

ঈদে ঢাকা ফাঁকা হলে চুরি বাড়তে পারে, সে বিষয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। পুলিশ আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে এবং আরও কঠোর হবে। আমরা কোনো হুমকি দেখছি না।"
 

দেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক কি না, এমন প্রশ্নে তিনি বলেন, "এটা আপনারাই বিবেচনা করবেন।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫