|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৫ ০৩:২১ অপরাহ্ণ

জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলা ছাত্র সম্মেলন অনুষ্ঠিত


জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলা ছাত্র সম্মেলন অনুষ্ঠিত


ঢাকা প্রেস,পিরোজপুর প্রতিনিধি:-

 

পিরোজপুরে পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতি মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 

৭ জানুয়ারি, মঙ্গলবার, শহরের সদর রোডস্থ জেলা জাকের পার্টি কার্যালয়ের সভাকক্ষে এই ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়।
 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। ছাত্র সম্মেলনের সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি ইঞ্জিনিয়ার ফরহাদ আহমেদ সিয়াম।
 

সম্মেলনে ফরহাদ আহমেদ সিয়াম বলেন, "জাকের পার্টি ক্ষমতাকেন্দ্রীক দল নয়, বরং এটি সব সময় আদর্শ ভিত্তিক রাজনৈতিক চর্চা করে আসছে। ভোট চুরি, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছেন অনেকেই, কিন্তু কেউই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি।"
 

বক্তারা আরও বলেন, "আমাদের দেশের মানুষ বহু দল ও নেতা নির্বাচন করেছে, আবার অনেকে চক্রান্তের মাধ্যমে অভিভাবক হয়েছে। জাকের পার্টির রূপকল্প কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য, আর এই ঐক্য গঠনের জন্য জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ছাড়া আর কোনো বিকল্প নেই।"
 

এ সময় বক্তারা জাতির চেতনা ও মননের জাগরণে কল্যাণ রাষ্ট্রের ভিত্তি নিহিত আছে বলে উল্লেখ করেন। তারা আগামী ৮, ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল, সদরপুর, ফরিদপুরে অনুষ্ঠিত পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫