চুনারুঘাট সীমান্তে মা-ছেলে আটক, মামলা দায়ের

ঢাকা প্রেস,হবিগঞ্জ প্রতিনিধি:-
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় মা ও ছেলেকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। আটকরা হলেন সিলেটের জালালাবাদ এলাকার বাসিন্দা টুনু বর্মনের স্ত্রী রেখা বর্মন (৬০) এবং তার ছেলে রিপন বর্মন (৩২)।
বিজিবি জানায়, বুধবার দিবাগত রাতে বাল্লা সীমান্তের কলাবাগান এলাকা দিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। এ সময় বিজিবির টহল দল তাদের বাংলাদেশের অভ্যন্তর থেকে আটক করে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত মানব পাচারকারীরা পালিয়ে যায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় মানব পাচারকারীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। আটক মা ও ছেলেকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে আটক দুজনসহ মানব পাচারকারী কাইয়ুম আলী, এখলাস মিয়া এবং আরজত আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫