|
প্রিন্টের সময়কালঃ ২৬ জানুয়ারি ২০২৬ ০৫:৩৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ জানুয়ারি ২০২৬ ০২:২৩ অপরাহ্ণ

দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু


দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু


দেশের ভেতরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের জন্য ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (আজ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
 

তিনি বলেন, দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের ব্যালট আজ থেকেই পাঠানো হচ্ছে। এ ব্যবস্থার আওতায় ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিরা এবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ব্যালট পেপার পাওয়ার পর দ্রুত ভোট দিয়ে তা নির্ধারিত সময়ের মধ্যে ফেরত পাঠানোর আহ্বান জানান তিনি।
 

ইসি সচিব জানান, দেশের ভেতরের পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নামও উল্লেখ থাকবে। ইতোমধ্যে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
 

ব্রিফিংয়ে আরও জানানো হয়, দেশে ও দেশের বাইরে থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় অর্ধেক ভোটার দেশের ভেতরে অবস্থান করছেন।
 

এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান বলেই প্রার্থীরা স্বাভাবিকভাবে প্রচার-প্রচারণা চালাতে পারছেন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি অথবা সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, ইসিতে অভিযোগ করলে তুলনামূলকভাবে বেশি সময় লাগতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬